মল্লিকবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দায়িত্ব বুঝিয়ে দিলেন ইউএনও
প্রকাশিতঃ ১০:২২ অপরাহ্ণ | আগস্ট ২০, ২০২৫

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্যানেল চেয়ারম্যান-১ মঞ্জুরুল হক পাঠান। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এর আগে প্রায় আট মাস ইউনিয়ন প্রশাসকের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি বলেন, “আমার জানা মতে মঞ্জুরুল হক একজন গ্রহণযোগ্য ও ভালো মানুষ। আমি বিশ্বাস করি তাঁর নেতৃত্বে ইউনিয়ন পরিষদের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে।”
ইউএনও আরও জানান, দায়িত্ব গ্রহণের সময় তিনি লক্ষ্য করেন ইউনিয়ন পরিষদের নিজস্ব কোনো জায়গা নেই। এ কারণে দায়িত্বকালীন সময়ে স্বপ্ন দেখেছিলেন পরিষদের জন্য জমি কেনার। তাঁর উদ্যোগে চলতি অর্থবছরের মাত্র দুই মাসে ইউনিয়নে প্রায় ৫০ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে, যা পূর্বের তুলনায় সাত-আট গুণ বেশি। এর মধ্যে অধিকাংশ রাজস্ব দিয়েছে স্থানীয় কলকারখানা, পাশাপাশি সাধারণ জনগণও দিয়েছে প্রায় তিন থেকে চার লাখ টাকা।
তিনি জোর দিয়ে বলেন, “কর আদায়ে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে। একটি কলকারখানাও বলতে পারবে না তাদের কাছ থেকে নীতি বহির্ভূতভাবে এক টাকা নেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে ইনশাআল্লাহ পরিষদের নিজস্ব জমি ক্রয় করা হবে।”
দায়িত্ব হস্তান্তরের সময় প্যানেল চেয়ারম্যান-২ শারমিন আক্তার দীনা ও প্যানেল চেয়ারম্যান-৩ কবির হোসেন উপস্থিত ছিলেন।
দায়িত্ব হস্তান্তরের পর তিনি নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ মল্লিকবাড়ি ইউনিয়নের সকলের প্রতি শুভকামনা জানান।