|

ভালুকায় চেক জালিয়াতির আশঙ্কায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা

প্রকাশিতঃ ৫:১২ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৪, ২০২৫

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের ভালুকায় হারানো চেকের অপব্যবহার ও জালিয়াতির আশঙ্কায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন এক ভুক্তভোগী। 

আদালত সূত্রে জানা গেছে, মামলা নং- ৬৩০/২০২৫, ধারা ৯৮ ফৌঃ কাঃ বিঃ অনুযায়ী অভিযোগ করেন পৌরসভার ৬নং ওয়ার্ড মুন্সিভিটা এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে মোঃ শফিকুল আলম (৪৯)। তার অভিযোগ, তিনি ইউসিবি ব্যাংক, ভালুকা শাখার হিসাব নং ০১০৩২ ০১০০০০৩৪৬৮৮ এর একজন গ্রাহক। গত ১৪ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১১টার দিকে ভালুকা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মেজর ভিটা থেকে মুন্সির ভিটা এলাকায় অবস্থানকালে তার একাউন্টের একটি অলিখিত ও অসম্পাদিত চেক (নম্বর- ১৩০৫৫১৮) হারিয়ে যায়। এই বিষয়ে তিনি ইউসিবি ব্যাংক ভালুকা শাখার ব্যবস্থাপক বরাবর লিখিত ভাবেও জানান।

এ বিষয়ে তিনি  ২১ আগস্ট ভালুকা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি নং- ১২৯৬) করেন। এরপর গত ২৬ আগস্ট সকালে জানতে পারেন, তার হারানো চেকটি ভালুকা পৌরসভার ৪নং ওয়ার্ড জামুরভিটা শাহাদাত হোসেনের ভাড়াটিয়া মোঃ খাইরুল বাশারের (৪৭) পেয়েছে। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কোনো সদুত্তর দিতে ব্যর্থ হন বলে অভিযোগ করেন তিনি।

শফিকুল আলমের দাবি, খাইরুল বাশার খারাপ প্রকৃতির লোক এবং জালিয়াতির আশ্রয় নিয়ে ওই চেকটি ব্যবহার করে মূল্যবান দলিল করে তাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এজন্য আদালতের কাছে তিনি ওই চেক উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা (এস/ডব্লিউ) ইস্যুর আবেদন জানান।

মামলায় সাক্ষী হিসেবে একাধিক ব্যক্তি ঘটনার সত্যতা প্রমাণ করতে প্রস্তুত আছেন বলে উল্লেখ করা হয়েছে।

Print Friendly, PDF & Email