|

ভালুকায় ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রকাশিতঃ ২:৪৬ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৯, ২০২৫

ভালুকা সংবাদদাতা:

ময়মনসিংহের ভালুকা উপজেলার ৫ নং বিরুনীয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শামছুল হোসাইনের বিরুদ্ধে আওয়ামী দোসরদের নিয়ে দেশকে অস্থিতিশীল করা এবং আওয়ামী নেতাকর্মীদের নিয়ে ইউনিয়ন পরিষদে মিটিং করার অভিযোগ উঠেছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিরুনীয়া ইউনিয়নবাসীর উদ্যোগে সিটি গার্ডেন রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে মিল্লাত সরকার এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, শামছুল হোসাইন আওয়ামী দোসর,সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালামের ভাগিনা। সম্প্রতি শামছুল হোসাইনের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা ইউনিয়ন পরিষদ ভবনের ভেতরে সভা করেছে। দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে অনুষ্ঠিত ওই সভার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, চেয়ারম্যান পদে বহাল থেকে তিনি আওয়ামী রাজনীতির পৃষ্ঠপোষকতা করছেন।

তিনি অভিযোগ করে বলেন, বিএনপি বিগত ইউপি নির্বাচনে অংশ না নিলেও জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য শামছুল হোসাইন তৎকালীন এমপি কাজিম উদ্দিন ধনু ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের প্রত্যক্ষ প্রভাব ও ভোট চুরির মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হন। পরে তাকে আওয়ামী লীগের সব কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ ওয়াহেদ নির্বাচনে অংশ নিলে শামছুল হোসাইন বিএনপির হাইকমান্ডের নির্দেশ অমান্য করে সরাসরি তার প্রচারণায় সক্রিয় ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার নানা কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে।

অভিযোগকারী মিল্লাত সরকার বলেন, গত ১৫ বছরে বিএনপির কোনো কর্মসূচিতে শামছুল হোসাইনকে দেখা যায়নি। এমনকি গত ৫ আগস্ট সরকারের পতনের পরও তিনি উপজেলা, ইউনিয়ন কিংবা ওয়ার্ড বিএনপির কোনো প্রোগ্রামে অংশ নেননি।

তিনি দাবি জানান, এই আওয়ামী দোসরকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।” সংবাদ সম্মেলনে ভালুকা উপজেলা যুবদল সদস্য রিপন তালুকদার, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মন্ডলসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email