|

ভালুকায় বিএনপি নেতা ফখরউদ্দিন আহমেদ বাচ্চু মামলা থেকে খালাস

প্রকাশিতঃ ৭:২২ অপরাহ্ণ | অক্টোবর ১৬, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে দায়ের হওয়া বিএনপির দলীয় মামলা থেকে খালাস পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিজ্ঞ আমলি আদালত তদন্ত কর্মকর্তার দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে ফখরউদ্দিন আহমেদ বাচ্চুকে বিধিবদ্ধভাবে খালাস প্রদান করেন।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর একটি ভালুকা উপজেলার এলজি বাটারফ্লাই নামের একটি শিল্প কারখানায় চাঁদাবাজির অফিযোগে ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে ভালুকা থানায় বিএনপির পক্ষ থেকে বাদি হয়ে যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স বাদি হয়ে দলীয় একটি মামলা দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত করে অভিযোগের সত্যতা পাননি। পরবর্তীতে তিনি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

এদিকে প্রশাসনিক ও দলীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, দীর্ঘ তদন্ত শেষে আইনশৃঙ্খলা বাহিনীর অনুসন্ধানে ফখরউদ্দিন আহমদ বাচ্চুর বিরুদ্ধে উঠা এসব অভিযোগের কোনো প্রমাণ মেলেনি। কোন ধরনের দলীয় শৃংখলাভঙ্গ বা অপরাধের সাথে ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর সম্পৃক্ততা পাওয়া যায়নি।

এরই প্রেক্ষিতে, আদালতের চুড়ান্ত রায়ে ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে দায়ের করা মামলায় তিনি নির্দোষ প্রমাণিত হন।

ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বলেন, আদালতের মাধ্যমে সত্যের জয় হলো। আমি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।


Print Friendly, PDF & Email