|

ভালুকায় ‘এ.ডি.এ মিউজিক অ্যাপস’-এর মাধ্যমে প্রতারণা, শতাধিক মানুষ ঠকেছেন

প্রকাশিতঃ ৫:০৭ অপরাহ্ণ | অক্টোবর ১৭, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া এলাকায় ‘এ.ডি.এ মিউজিক অ্যাপস’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে শতাধিক মানুষের কাছ থেকে কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ভুক্তভোগীরা মানববন্ধন করে অভিযোগ করেন, ডাকাতিয়া গ্রামের মো. সিফাতের স্ত্রী ও ডাকাতিয়া শহীদ স্মৃতি বিদ্যানিকেতন-এর শিক্ষিকা মোসাঃ নাইমা সিফাত বন্যা নিজেকে উক্ত অ্যাপসের ব্যবস্থাপক পরিচয়ে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে বিনিয়োগের নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন।

ভুক্তভোগীদের দাবি, বন্যা মানুষকে প্রলোভন দেখান— ৩,৮০০ টাকা বিনিয়োগে প্রতিদিন ১২৫ টাকা, ১০,০০০ টাকায় ৩৩০ টাকা এবং ২৮,৮০০ টাকায় প্রতিদিন ১,০০০ টাকা করে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ গ্রহণ করেন। প্রথম দিকে কিছু বিনিয়োগকারী নিয়মিত অর্থ পেলেও পরবর্তীতে নতুন বিনিয়োগকারীরা কোনো টাকা ফেরত পাননি। ফলে দুই থেকে তিন শতাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

স্থানীয়রা জানান, স্কুল ছুটির পর নাইমা সিফাত অফিসে বসে ‘এ.ডি.এ মিউজিক অ্যাপস’-এর কার্যক্রম পরিচালনা করতেন এবং বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন। প্রতিদিনই কেউ না কেউ বিনিয়োগে আগ্রহী হয়ে পড়তেন তার মিষ্টি কথায়।

তবে অভিযোগ অস্বীকার করে নাইমা সিফাতের স্বামী মো. সিফাত বলেন, আমার স্ত্রীকে নিয়ে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি প্রথমে এই অ্যাপসে কাজ শুরু করি। প্রথম দিকে লাভ পেলেও পরবর্তীতে আমরাও ক্ষতিগ্রস্ত হই।  আমরাও ঘটনার ভুক্তভোগী। প্রতারণার মূল হোতা কে, তা বের করতে প্রশাসনকে সকল ধরনের সহযোগিতা করব।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, ‘এ.ডি.এ মিউজিক অ্যাপস’ মূলত একটি প্রতারণামূলক ব্যবসা। এর মাধ্যমে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

Print Friendly, PDF & Email