|

ভালুকায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিতঃ ৭:২২ অপরাহ্ণ | অক্টোবর ২৮, ২০২৫

ভালুকা প্রতিনিধি: 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে ভালুকা উপজেলা যুবদলের উদ্যোগে স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

যুবদল নেতা আবু সাঈদ জুয়েলের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালিটি ভালুকা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের এই ক্রান্তিলগ্নে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র রক্ষার সংগ্রামে যুবদল সব সময় অগ্রভাগে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, রুহুল আমিন, স্বেচ্ছাসেবক দল নেতা কায়সার আহমেদ কাজল, শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ, যুবদল নেতা শামিম আহাম্মেদ প্রমুখ ।

অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।

Print Friendly, PDF & Email