|

খুলনায় মেঘনা তেল ডিপোতে অগ্নিকাণ্ড, নিহত ২

প্রকাশিতঃ ১২:৫৬ অপরাহ্ণ | আগস্ট ২০, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: খুলনার খালিশপুরে মেঘনা তেল ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন মারা গেছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। খুলনা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আধা ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, বেলা ১১টার দিকে তেলের ডিপোতে আগুন লাগে। ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন নিহত হয়েছেন। দগ্ধ নয়জনকে খুলনা মেডিকেল করেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Print Friendly, PDF & Email