|

ফতুল্লায় টায়ার কারখানার গোডাউনে আগুন

প্রকাশিতঃ ১২:১৯ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১২, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: নারায়াগঞ্জের ফতুল্লার পোস্ট অফিস রোডে হোসেন টায়ার কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।

বুধবার সকাল ৯টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ও ঢাকার দুটি ইউনিট ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরো কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ দিচ্ছে বলে ফায়ার সার্সিভ সূত্র জানিয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সুত্র: জাগো নিউজ.

 

Print Friendly, PDF & Email