পালক বাবার হাতে ছেলে খুন আটক ১
প্রকাশিতঃ ৪:৩০ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৮, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: পারিবারিক বিরোধকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রায়পুরে মোঃ সাগর (২৮) নামে এক পালক ছেলেকে কুপিয়ে খুন করেছে বাবা বেলায়েত হোসেন ভূইয়া। সোমবার রাতে সাড়ে ১০টার দিকে রায়পুর পৌর শহরের মধুপুর এলাকার হারিস ভূইয়া বাড়ীতে এ ঘটনা ঘটে। লাশটি উদ্ধার করে আজ মঙ্গলবার দুপুরে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক বাবা বেলায়েত হোসেনকে পুলিশ আটক করেছে ।
এলাকাবাসী জানায়, রায়পুর পৌর শহরের মধুপুর ভূঁইয়া বাড়িতে নিজ ঘরে ছেলেসহ এক সঙ্গে থাকতেন পরিবারের সবাই। নিহত সাগর মা-বাবার অমতে একাধিক বিয়ে করায় প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো। সোমবার রাতে ছেলে সাগর এবং বাবা বেলায়েতের সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে বাবা ছেলেকে এলোপাথাড়িভাবে ধারালো বটি দিয়ে কুপিয়ে গুরতরভাবে রক্তাক্ত যখম করে। এতে ঘটনাস্থলে সে মারা যায়। ঘটনার পরেই বাবা বেলায়েত ঘটনাস্থলে থেকে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।
নিহতের সাগরের বাবা বেলায়েত হোসেন জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে বলেন, মাদকাশাক্ত ছেলে অত্যাচারে তাকে খুন করতে বাধ্য হয়েছি। কেননা এই বয়সে সে নিজের ইচ্ছে মতে ৪টি বিয়ে করেছে।