|

কুড়িগ্রামে ‘প্রেমিক-প্রেমিকার’ লাশ মিললো সেচ পাম্পে

প্রকাশিতঃ ২:০৬ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৯, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: কুড়িগ্রাম শহরতলীর বিসিক শিল্পনগরীর পার্শ্ববর্তী নলেয়ার পাড় হতে দুই কিশোর-কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে বুধবার সকালে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। এলাকাবাসী জানায়, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

পুলিশ জানায়, কিশোরীটি ডাকুয়ার পাড়ার জাবেদ আলীর মেয়ে সেলিনা আক্তার(১৪) এবং অষ্টম শ্রেণির ছাত্রী। আর কিশোরটি হল পূর্ব কল্যাণ গ্রামের সৈয়দ আলীর পুত্র জাহাঙ্গীর আলম (১৬)। সে কুড়িগ্রাম টেশনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল।

এলাকাবাসীরা জানায়, গত মঙ্গলবার ওই কিশোর-কিশোরী দু’জকেই সাইকেলে ঘুরতে দেখা গেছে। বুধবার সকালে তাদের একটি সেচ পাম্প ঘরের কাছে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। তাদের ধারণা, ওদের মধ্যে প্রেমের সর্ম্পক ছিল, এ কারণে প্রতিপক্ষ কেউ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিহত দু’জনেরই গলায় ওড়না পেঁচানো ছিল।

কুড়িগ্রাম পুলিশ সুপার মেহেদুল করিম জানান, সুরতহাল রিপোর্ট অনুযায়ী প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সুত্র: বাংলাদেশপ্রতিদিন.

Print Friendly, PDF & Email