শিশুরা জাতির ভবিষ্যৎ এদেরকে বাচাঁবে কে?
প্রকাশিতঃ ১১:০৬ পূর্বাহ্ণ | অক্টোবর ১৮, ২০১৮

মিসবাহ হাবিবুল্লাহ জিহাদী: সম্প্রতি এক গবেষনায় দেখা গেছে রাজধানীর স্কুলগামী প্রায় ৭৭ ভাগ শিশু পর্নোগ্রাফি দেখে, অভিবাবকদের অসচেনতা ও শিশুর প্রতি সঠিক অাচরনে সংশ্লিষ্টদের দহ্মতার অভাবেই প্রর্নোগ্রাফির ঝুকি বাড়িয়েছে , তবে-বিশ্বের বিভিন্ন দেশে পর্নোগ্রাফির সাথে সম্পর্কিত ২০০ শব্দের ওপর সংরহ্মন দেওয়া অাছে। কেউ ওই শব্দগুলোর যে কোনোটি সার্চ দিলেই সার্ভারে নোটিফেকেশন যায় অনুমোদন ছাড়া ওই সব সাইটে ঢোকা যায়না। বাংলাদেশেও এ ধরনের উদ্যোগ নেওয়া জরুরী। অবাক করা বিষয় হলো-অভিবাবকরা শিশুদের দামি মোবাইল-ট্যাব ও সে গুলোতে ইন্টারনেট সংযোগ দিচ্ছেন কিন্ত তারা কী কাজে এ গুলো ব্যবহার করছে সে সম্পর্কে খোঁজ খবর রাখছেন না, কিন্ত-এদিকে নজর দেওয়া জরুরী বিশ্লেষনে দেখা যাবে সম্পর্কে নানা কারণেই এখন শিশু-কিশোররা মারাত্নক হুমকির সম্মুখীন। রাষ্ট্র সমাজ ও পরিবার সম্মিলিত ভাবে যে সুরহ্মাটি জাতির ভবিষ্যৎ শিশু কিশোরদের দিতে হয়। নানা বাস্তবতায় বাংলাদেশে অাজ তা অনেকটা অসার ফলে শিশুদের মাঝে মাদক গ্রহণ, মাদকাসক্তি থেকে শুরু করে বিভিন্ন গেমস মোবাইল ইন্টারনেট অাসক্তি ইত্যাদি নেশার রুপ ধারণ করেছে, এর কু-প্রভাব যেমন শিশুদের পর্নোগ্রাফির প্রতিটানছে তেমনি তাদের মধ্যে জন্ম নিচ্ছে অস্হিরতা-সহিংসতা ও ভয়াবহ নিষ্ঠরতা। কাছাকাছি সময়ের মধ্যে কন্যা কর্তৃক পিতা-মাতা খুন, পুত্র কর্তৃক পিতাকে অগ্নিদদ্ধ করে হত্যা যেমন অামরা দেখেছি তেমনি ইভটিজিং অশ্লিলতা ও পারিবারিক বিপর্যয়ের হাজারো ঘটনা অামরা দেখি। বিশ্বের বহু দেশে অনাকাঙিত সাইটে প্রবেশে বাধা-প্রাপ্ত হওয়ার নিয়ম থাকলেও ৯৯%ধর্ম বিশ্বাসী নৈতিকতা প্রিয় জনগণের দেশ বাংলাদেশে এ ধরনের নিয়মের বালাই ও রাখা হয়নি। জাতির ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়ার যদি কোনো প্রয়াস বাংলাদেশ বিদ্ধেষী কেউ গ্রহণ করে থাকে সরকার তাকে প্রতিহত করবে এটাই স্বাভাবিক, এ বিষয়ে রাষ্ট্র ও সরকারের উদ্যোগ নেওয়া দরকার। শিশু-কিশোরদের এ বিপদজনক বৃত্ত থেকে বের করা এবং নষ্ট হওয়া থেকে রহ্মা করতে অভিবাবকদের যেমন সতর্ক হতে হবে, সমাজকেও হতে হবে। সচেতন সামাজিক অনুশাসন-অাইনশৃখলা কর্তৃপহ্মের সমন্নিত উদ্যোগ এবং পরিবারের অান্তরিকতা ও দহ্মতাই পারে অালোচ্য সমস্যার সমাধান করতে। ধর্মীয় শিহ্মা,ধর্মীয় মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসনের পরিপালনই এ ধরনের কঠিন সমস্যার পরীহ্মিত প্রতিষেধক অন্যথায় কেউ এর দ্বায় এড়াতে পারবেনা।