|

‘শেখ হাসিনা ৪র্থ বারের মতো প্রধানমন্ত্রী হবেন’

প্রকাশিতঃ ৩:৩১ অপরাহ্ণ | অক্টোবর ২৪, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, দলছুট, গণবিচ্ছন্ন, জাতীয় বেইমানদের ভাড়া করে লাভ হবে না। দেশের জনগণ কখনোই দুর্নীতিবাজ, গ্রেনেড হামলাকারী বিএনপিকে ভোট দেবে না। উন্নয়ন অগ্রগতির জন্য আগামীতেও নৌকা মার্কায় জননেত্রী শেখ হাসিনার প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করবেন। শেখ হাসিনা ৪র্থ বারের মতো প্রধানমন্ত্রী হবেন। এ জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে দেশের মানুষ নিরাপদে, শান্তিতে থাকবে। দুখী মানুষের মুখে হাসি ফুটবে। গতকাল নড়িয়ার পদ্মার ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন, র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার আবদুল মোমেন, র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান, ইউএনও সানজিদা ইয়াসমিন প্রমুখ।

সুত্র: বাংলাদেশপ্রতিদিন।

Print Friendly, PDF & Email