ময়মনসিংহে আ.লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিতঃ ১২:২০ পূর্বাহ্ণ | জুলাই ২৫, ২০১৯
বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মাসব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী দিবসে বর্ণাঢ্য গণশোভাযাত্রা, আনন্দ মিছিল ও আলোচনা সভা হয়েছে।
বুধবার বিকালে কৃষ্ণচূড়া চত্বরে মাসব্যাপী কর্মসূচির শেষদিনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক খোকা।
বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, সহসভাপতি আমিনুল হক শামিম ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু প্রমুখ।
এর আগে শোভাযাত্রা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- সংরক্ষিত মহিলা আসনের এমপি মনিরা সুলতানা মনি, সিটি করপোরেশন মেয়র ইকরামুল হক টিটু, নাজিম উদ্দিন আহমেদ প্রমুখ।
শোভাযাত্রায় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহানগর যুবলীগ, জেলা ও মহানগর শ্রমিকলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন