|

ভালুকায় ছাত্রদল নেতা রতনের চিকিৎসার দায়িত্ব নিলেন ফখরউদ্দিন আহমেদ বাচ্চু

প্রকাশিতঃ ১২:৪৬ পূর্বাহ্ণ | জুলাই ১৩, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের ভালুকা উপজেলার সাতেঙ্গা গ্রামের ছাত্রদল নেতা রতন মিয়ার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।

জানা যায়, ছাত্রদল নেতা রতন মিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। স্ট্রোকজনিত কারণে তিনি প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। একসময় সক্রিয় রাজনীতিতে জড়িত থাকা এ ছাত্রনেতার অসুস্থতার খবর জানতে পেরে তাকে দেখতে যান বিএনপি নেতা বাচ্চু। এ সময় তিনি রতনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার যাবতীয় আর্থিক দায়িত্ব গ্রহণ করেন।

রতনের পাশে দাঁড়িয়ে ফখরুদ্দিন আহমেদ বাচ্চু বলেন, আমরা জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে সবসময় দলের নেতাকর্মীদের পাশে আছি। রতনের দ্রুত সুস্থতা কামনা করছি। ইনশাআল্লাহ, সে দ্রুত সুস্থ হয়ে আবারও রাজনীতির মাঠে ফিরে আসবে।

ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর এ উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রতনের পরিবার ও স্থানীয়রা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি প্রশংসিত হচ্ছে।

Print Friendly, PDF & Email