|

হয় মৃত্যু, নয় বিজয়— মরলে শহীদ, বাঁচলে এমপিও – প্রিন্সিপাল সেলিম মিঞা

প্রকাশিতঃ ১১:০৮ পূর্বাহ্ণ | অক্টোবর ২৭, ২০২৫

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহে নন-এমপিও শিক্ষকদের আলটিমেটাম — ৩০ অক্টোবরের মধ্যে এমপিওভুক্তির প্রজ্ঞাপন না হলে ২ নভেম্বর থেকে শাটডাউন কর্মসূচি ঘোষণা

গতকাল রবিবার  বিকাল সাড়ে তিনটায় ময়মনসিংহ বাইপাস হাক্কানি মোড়ে নর্থসাউথ বাংলা কলেজ সভাকক্ষে  জেলা ও বিভাগীয় নন-এমপিও ঐক্য পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয়   প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মোঃ সেলিম মিঞা।

বক্তব্যে তিনি বলেন, শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের দেয়া আশ্বাস অনুযায়ী মে মাসের মধ্যে এমপিওভুক্তির প্রজ্ঞাপন প্রকাশের কথা থাকলেও দীর্ঘ ৭-৮ মাসেও তা কার্যকর হয়নি। ফলে অভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।

তিনি আরও বলেন, ৩০শে অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে ২রা নভেম্বর থেকে সারাদেশের সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে সম্পূর্ণ শাটডাউন কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি  জাতীয় প্রেসক্লাবের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালন করা হবে।

প্রিন্সিপাল সেলিম মিঞা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “হয় মৃত্যু, নয় বিজয়— মরলে শহীদ, বাঁচলে এমপিও। DO or DIE!” অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ বাকী বিল্লাহ, সঞ্চালনায় ছিলেন প্রভাষক মোঃ গোলাম মোস্তফা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মনিমুল হক, ইমরান বিন সোলাইমান, রায়হান কবির মিঠু, আনিছুর রহমান, লায়ন মোঃ জাকির হোসেন আকন্দ। 

সভায় জেলা ও বিভাগীয় পর্যায়ের শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email