|

আলহাজ্ব শহিদুল ইসলাম আড়ৎ বাজারের উদ্বোধন

প্রকাশিতঃ ৭:২৭ অপরাহ্ণ | অক্টোবর ৩০, ২০২৫

আনোয়ার হোসেন তরফদার: ময়মনসিংহের ভালুকায় আলহাজ্ব শহিদুল ইসলাম আড়ৎ বাজার-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে ভালুকার সিডস্টোর বাজারে আনুষ্ঠানিকভাবে এ আড়ৎ বাজারের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে আড়ৎদার হাসমত মোল্লার সভাপতিত্বে বাংলাদেশ শিক্ষক সমিতি ভালুকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল আলম সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম শহিদ। 

এছাড়াও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আবু সাঈদ জুয়েল।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিডষ্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ইয়াহিয়া সুতারপুরী। 

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে নবনির্মিত আড়ৎ বাজারের সফলতা কামনা করেন।

Print Friendly, PDF & Email