|

জ্ঞান লাভ করতে হলে বইয়ের শুরু হতে শেষ পর্যন্ত পড়তে হবে-বিভাগীয় কমিশনার

প্রকাশিতঃ ১:৫৪ অপরাহ্ণ | এপ্রিল ০৪, ২০১৮

স্টাফ রিপোর্টার: তিনদিনব্যাপী ময়মনসিংহ বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা গতকাল রবিবার (১১ মার্চ) বিকেলে সমাপ্ত হয়েছে। ময়মনসিংহ শহরের সার্কিট হাউজ মাঠ সংলগ্ন জিমনেশিয়াম চত্বরে বিভাগীয় কমিশনার কার্যালয় আয়োজিত মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কারপ্রাপ্তদের মাঝে পুরষ্কার তুলে দেন সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার জি.এম সালেহ উদ্দিন। এসময় তিনি শিক্ষার্থীদের বলেন তোমরাই আমাদের ভবিষ্যৎ। ভাল ভাবে লেখাপড়া করতে হবে এবং তা ভবিষ্যৎ জীবনের জন্য ধরে রাখতে হবে। সমাজের সকল স্তরে প্রতিযোগিতা রয়েছে। তোমার প্রস্তুতিই বলে দিবে তুমি আগামীতে কোথায় যাবে। তিনি আরো বলেন জ্ঞান লাভ করতে হলে বইয়ের শুরু হতে শেষ পর্যন্ত পড়তে হবে। যে যত বেশী চর্চা করবে সে তত বেশী উত্তর দিতে পারবে। বিভাগীয় কমিশনার আরো বলেন ডিজিটাল পদ্ধতি ব্যবহারের ফলে সকল তথ্যই এখন ঘরে বসে অনলাইনের মাধ্যমে পাওয়া যায় যা আমাদের সময় অসম্ভব ছিল। এবছরই ময়মনসিংহ বিভাগের নবম শ্রেণীর শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে পারবে। তোমরা ভাগ্যবান। তোমরাই আগামী দিনের ডিজিটাল ও উন্নত বাংলাদেশ বির্নিমানের কারিগর। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড.গাজী হাসান কামাল, ময়মনসিংহ পৌর মেয়র.মো: ইকরামূল হক টিটু, স্থানীয় সরকার বিাভাগের পরিচালক আব্দুল আলিম প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন ।
পুরষ্কারপ্রাপ্তরা হলো-বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার পুরষ্কার গ্রহন করেন। এছাড়াও শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে ময়মনসিংহ জেলা, শ্রেষ্ঠ ই-সেবা প্রদানকারী জেলা শিক্ষা অফিস ময়মনসিংহ, শ্রেষ্ঠ নাগরিক সেবার উদ্ভাবক বাস্তবায়ন নেত্রকোণা উপজেলা ভূমি অফিস, শ্রেষ্ঠ পোর্টালের দপ্তর জেলা প্রশাসকের দপ্তর জামালপুর, শ্রেষ্ঠ দক্ষতা উন্নয়নমূলক প্রতিষ্ঠান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ময়মনসিংহ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চল, শ্রেষ্ঠ তরুণ উদ্ভাবক হোম সিকিউরিটি সিস্টেম শেরপুর, ইজি ব্লাড ম্যানেজমেন্ট সিস্টেম জামালপুর ও ই-কমার্স বিজনেস ময়মনসিংহ প্রমূখ।

Print Friendly, PDF & Email