|

নেত্রকোনায় হাওরের কৃষকের চোখে মুখে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

প্রকাশিতঃ ১০:৩৬ অপরাহ্ণ | এপ্রিল ১৫, ২০১৮

নেত্রকোনা প্রতিনিধি : গত বছরের ফসল বিপর্যয়ের ফলে হাওর পাড়ের নিঃস্ব কৃষক এবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। শত প্রতিকূলতার মাঝেও তারা বোরো ধান আবাদ করে মাঠজুড়ে আধা-পাকা ফসল নিয়ে তা তোলার স্বপ্নে বুঁদ হয়ে আছেন।

নেত্রকোনার হাওর দ্বীপ হিসেবে খ্যাত খালিয়াজুরী উপজেলার বিভিন্ন হাওরে আগে রোপণ করা হয়েছে এমন জমিতে ধানকাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, এবার আবহাওয়া অনুকূলে থাকায় হাওরে বোরো ফসল ভালো হয়েছে। বাজারমূল্য ভালো থাকলে এবার ৩৬৫ কোটি টাকার ধান উৎপাদনের লক্ষ্যমাত্রার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

খালিয়াজুরী হাওরের কৃষক রফিকুল ইসলাম ছোটন বলেন, অনেক আশা আর স্বপ্ন নিয়ে জমি চাষ করেছি আমরা। কিছু কিছু জমিতে ব্রি-২৮ জাতের ধানকাটা শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে পুরোদমে ধানকাটা শুরু হবে।

নেত্রকোনা হাওর উন্নয়ন পরিষদের সভাপতি স্বাগত সরকার শুভ বলেন, ধার-দেনা করে হাওরের কৃষকরা জমি আবাদ করেছেন। এখন সবুজ ধান হলদে রূপ নিয়েছে। বিভিন্ন জায়গায় ধানকাটা শুরু হয়েছে। ভাগ্য ভালো হলে এবার বাম্পার ফলন হবে।

খালিয়াজুরী উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, খালিয়াজুরীতে এ বছর প্রায় ২০ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় আশানুরূপ ফসল হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে গত বছরের বন্যার ক্ষতি কৃষক পুষিয়ে উঠতে পারবে।

Print Friendly, PDF & Email