|

রক্ত সংগ্রহ করার মধ্যে উস্তাদ মৌমি

প্রকাশিতঃ ১১:০১ অপরাহ্ণ | এপ্রিল ১৫, ২০১৮

বদরুল আহছান টিপু:

“অভ্যুদয়”  এর রক্ত বিষয়ক সম্পাদক ইসরাত বিন আলম মৌমি রক্ত সংগ্রহ করার মধ্যে উস্তাদ। এমন মন্তব্য করেছেন সমাজসেবায় উৎসাহমূলক স্বেচ্ছাসেবী সংগঠন “অভ্যুদয়” এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বদরুল টিপু। তিনি তার ব্যাক্তিগত ফেইসবুক আইডি থেকে এমন একটি স্ট্যাটাস দিয়েছেন। ১৫ ই এপ্রিল তারিখে মৌমির মাধ্যমে ৪ ব্যাগ রক্ত সংগ্রহ হয়েছে বলে তিনি জানান। তার সংগঠন মৌমির মঙ্গল কামনা করে বলে জানান।

অভ্যুদয় এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বদরুল টিপুর সাথে কথা হলে তিনি বলেন, ত্রিশাল জাতীয় কবি কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর সংগীত বিভাগের ছাত্রী ইসরাত বিন আলম মৌমি এক সন্তানের জননী সে তার সংসার পড়াশুনা করে বাকি সবটুকু সময়ই ব্যায় করেন রক্ত সংগ্রহের কাজে। ভালুকায় নারী স্বেচ্ছাসেবীদের অহংকার আমাদের মৌমি। আমি তার জন্য মহান আল্লাহর কাছে অন্তর থেকে দো‘আ করি।

Print Friendly, PDF & Email