|

ময়মনসিংহ সদরে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক ৬

প্রকাশিতঃ ৪:০৫ অপরাহ্ণ | এপ্রিল ২৬, ২০১৮

সৈয়দ নোমান, ময়মনসিংহ:  ময়মনসিংহের সদর উপজেলার দাপুনিয়া থেকে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি ককটেল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৬ জনকে আটক করেছে র‌্যাব-১৪। তারা হলেন আবুল হোসেন (৩৩) তার ভাই ইকবাল হোসেন (২৭), আশিকুজ্জামান (১৮), আনোয়ার হোসেন (২৫), আতিকুল ইসলাম (১৮) ও আব্দুর রশিদক (৪৫)।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে দাপুনিয়ার হারগুজীরপাড় নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৪’র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সন্ত্রাসী কর্মকান্ডের জন্য দাপুনিয়া এলাকায় তারা একত্রিত হচ্ছে এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। পরে সেখান থেকে আবুল হোসেন ও তার ভাই ইকবাল হোসেনসহ ৫ জনকে আটক করা হয়। আটকের পর তাদের বাড়ি ঘরে অভিযান চালিয়ে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, একটি ককটেল, ১৫ টি দেশীয় ধারালো অস্ত্র, তিনটি মোবাইল, একটি মটরসাইকেল ও নগদ প্রায় ১ লক্ষ ৮৯ হাজার টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের নিয়ে আসার সময় স্থানীয় আব্দুর রশিদের নেতৃত্বে কয়েকজন বাঁধা দেয় এবং ছিনিয়ে নিতে চেষ্টা করে। এসময় রশিদকেও আটক করা হয়।

মেজর নাজমুল জানান, আবুল হোসেনের নামে এর আগেও আরো চারটি মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email