|

ময়মনসিংহ সদরে দুই মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাস উদ্ধার

প্রকাশিতঃ ১২:২০ অপরাহ্ণ | জুন ০৫, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী রেলওয়ে ব্রিজের নিচ থেকে দুই মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাস উদ্ধার করেছে পুলিশ।

তারা হলেন- মুন্না মিয়া (৩৫) ও ইদ্রিস আলী (৪৫)। মঙ্গলবার (০৫ জুন) বেলা ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, স্থানীয়রা তাদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহগুলো ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হবে।

তিনি জানান, আমরা জানতে পেরেছি নিহত মুন্না মিয়ার বিরুদ্ধে মাদক আইনে ১২টি ও ইদ্রিস আলীর বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, নিজেদের কোন্দলে প্রতিপক্ষের গুলিতে তারা মারা গেছেন।

Print Friendly, PDF & Email