|

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় রিকশাচালক নিহত

প্রকাশিতঃ ১১:৪৮ পূর্বাহ্ণ | জুলাই ২৬, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবরঃ রাজধানীর মেরুল বাড্ডায় সড়ক দুর্ঘটনায় বকুল মিয়া (৪০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে ওই এলাকায় ইউলুপের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বকুল হবিগঞ্জ নাখাই উপজেলার তেগুরিয়া গ্রামের বাসিন্দা। ঢাকায় মহাখালী কড়াইল বস্তিতে থাকতেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কুমারেশ ঘোষ জানান, মেরুল বাড্ডার ইউলুপের সামনে ভোরে রিকশা চালিয়ে যাওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন বকুল। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

সুত্র: বাংলাদেশ প্রতিদিন.

Print Friendly, PDF & Email