সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্যজীবীর মৃত্যু
প্রকাশিতঃ ১০:৩০ পূর্বাহ্ণ | জুলাই ২৮, ২০১৮

ডেস্ক রিপোর্টার, ভালুকার খবরঃ সাতক্ষীরার কালিগঞ্জে বজ্রপাতে মীর্জা শাহাজান আলী (৫৫) নামে এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের সরদারের বিলে এ দুর্ঘটনা ঘটে।
মীর্জা শাহাজান আলীর বাড়ি একই ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামে।
পরিবারের বরাত দিয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, রাত সাড়ে ৯টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে মৌতলার সরদারের বিলের ঘেরে কাজ করছিলেন শাহাজান। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সুত্র: বিডিপ্রতিদিন.