রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
প্রকাশিতঃ ৩:২০ অপরাহ্ণ | জুলাই ২৮, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবরঃ রাজধানীর উত্তরার ৭/বি নম্বর রোডে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যাক্ষদর্শীদের বরাত দিয়ে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের জানান, সকালে উত্তরার ৭/বি নম্বর রোডে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়। সংবাদ পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সুত্র: বিডিপ্রতিদিন.