মাইক্রোবাস ও গরুবোঝাই ট্রাকের সংঘর্ষ, নিহত ৬
প্রকাশিতঃ ১০:২৮ পূর্বাহ্ণ | আগস্ট ২০, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: ফেনীর মুহুরীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গরুবোঝাই ট্রাকের সঙ্গে হাইয়েস মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনায় দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছে। রবিবার দিবাগত রাত তিনটার দিকে মুহুরিগঞ্জ এলাকার সুলতানা পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছে। মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ির এসআই মো. মাহবুব আলম জানান, নিহতদের মধ্যে দুইজন শিশু ও তিনজন নারী। তারা সবাই আত্মীয়।
আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।