|

অন্তঃসত্ত্বা হওয়ার পরই নির্যাতন থেকে মুক্তি পেল স্কুলছাত্রী

প্রকাশিতঃ ১০:৩৪ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ১৩, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে জোরপূর্বক দীর্ঘ যাবৎ ধর্ষণের শিকার হয়ে ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভায়রা ইউনিয়নের কালীশংকরপুর গ্রামে।

জানা গেছে, হরিণাকুন্ডু উপজেলার কালীশংকরপুর গ্রামের জাহা বক্সের ছেলে লম্পট হাকিম বক্স (২৮) একই গ্রামের স্কুল ছাত্রীকে দীর্ঘদিন ধরে জোর পূর্বক ধর্ষণ করে আসছিল। গত রমজান থেকে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এরপরই নির্যাতন থেকে মুক্তি মেলে ছাত্রীর। কিন্তু লম্পট হাকিমের ভয়ে কাউকে বিষয়টি বলতে সাহস না পায়নি ওই ছাত্রী। অবশেষে মঙ্গলবার বিষয়টি মা-বাবাকে খুলে বলে। বুধবার বিকালে ভিকটিমের বাবা হরিণাকুন্ডু থানায় ধর্ষক হাকিমকে আসামি করে অভিযোগ দায়ের করে। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

হরিণাকুন্ড থানার ওসি আসাদুজ্জামান মুন্সি জানান, ঘটনায়র সত্যতা পাওয়া গেছে। এ ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষিত স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সুত্র: বিডি-প্রতিদিন ।

Print Friendly, PDF & Email