|

ভালুকায় বাংলাদেশের খবর পত্রিকার  প্রতিষ্ঠা বার্ষিকি পালিত

প্রকাশিতঃ ৫:০৪ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৫, ২০১৮

শাহ্ মোঃ আলী আজগর : ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশের খবর পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকি ১৫ সেপ্টেম্বর শনিবার দুপুরে উপজেলা প্রেস ক্লাবে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। আলোচনা সভা শেষে একটি র‌্যালী বের করা হয়।

বাংলাদেশের খবর পত্রিকার ময়মনসিংহের ভালুকা প্রতিনিধি শাহ্ মোঃ আলী আজগর এর সভাপতিত্বে দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শাহ মোঃ আকরাম হোসেনে পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগের সহ সভাপতি এ্যাডভোকেট শাহ্ মোঃ আশরাফুল হক জর্জ, বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, এ্যাপোলো ইনস্টিউট অফ কম্পিউটার কলেজের অধ্যক্ষ এ.আর.এম শামছুর রহমান লিটন, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান মিলন, ভালুকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক,নিউ নেশান পত্রিকার প্রতিনিধি ফিরোজ খান স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন শিবলী,ভালুকা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল আউয়াল ঢালী,ভালুকার কালের কন্ঠ প্রতিনিধি মোখলেছুর রহমান মনির,দৈনিক সংবাদ প্রতিনিধি আতাউর রহমান তরফদার,দৈনিক যুগান্তর,বৈশাখী টিভির প্রতিনিধি জহিরুল ইসলাম জুয়েল,আলোকিত বাংলাদেশের প্রতিনিধি শাহ হাছান আলী, সাংবাদিক শাহজাহান মিয়া,উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক,আলোকিত প্রতিদিনের প্রতিনিধি শরীফুল ইসলাম শরীফ,বাংলা টিভির ভালুকা প্রতিনিধি খোরশেদ আলম জীবন,দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধি আশরাফ উদ্দিন,সংবাদ মোহনার প্রতিনিধি দ্বীনা খান,একুশের সংবাদ প্রতিনিধি মীর সাকলাই ফাহাদ,নব জাগরণের প্রতিনিধি মুক্তা বেগম,ফাহিম জেনারেল হাসপাতালের ম্যানেজার তাপস কুমার দেবনাথ, আজিজুল হক মোখছেদুল আলম মাস্টার,ইব্রাহীম,আবু তাইয়েব ও মেঘলা আক্তার লিলি।

 

 

Print Friendly, PDF & Email