গাড়ি চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
প্রকাশিতঃ ৪:০৬ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৪, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: নগরের বাকলিয়া এলাকা থেকে গাড়ি চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পু্লিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই গাড়িও উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৪ সেপ্টেম্বর) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) প্রণব চৌধুরী।
গ্রেফতার তিনজন হলেন- আবদুর রশিদ (২০), মো. সোহেল (২০) ও মো. বেলাল (২৩)।
প্রণব চৌধুরী বলেন, গাড়ি চুরির একটি মামলায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। চুরি হওয়া গাড়িটিও উদ্ধার করা হয়েছে।
গাড়ি চুরিতে জড়িত পলাতক আরও একজনকে গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করছে বলে জানান তিনি।