|

টেকনাফে চোরাই সিগারেটসহ রোহিঙ্গা আটক

প্রকাশিতঃ ১:০৪ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৫, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে বিদেশি সিগারেটসহ নুর হাসিমকে (১৯) নামে এক রোহিঙ্গাকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। সোমবার জয়নাল আবেদীনের (৩৬) বসত-ঘরে এ তল্লাশি চালানো হয়।

এই ঘটনায় আটক নুর হাসিম ও জয়নাল আবেদীনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, সোমবার দুপুরে র‌্যাব-৭, টেকনাফ ক্যাম্পের কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব (এক্স) বিএন গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকস আভিযানিক দল নিয়ে হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার পূর্ব সাতঘড়িয়া পাড়া এলাকায় আলী আহমদের ছেলে জয়নাল আবেদীন (৩৬) এর বসত-ঘরে তল্লাশি চালিয়ে বিদেশী সিগারেটসহ অনুপ্রবেশকারী রোহিঙ্গা বালুখালী ক্যাম্পের জি-ব্লক-৩০ এর বাসিন্দা মৃত আবু শামার ছেলে নুর হাসিমকে (১৯) আটক করা হয়। এসময় গৃহকর্তা জয়নাল কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে উদ্ধার হওয়া বিদেশি সিগারেট র‌্যাব ক্যাম্পে নিয়ে গণনা করে ৪৯ হাজার ৬শ পিস পাওয়া যায়। যার বাজার মূল্য ৪ লাখ ৯৬ হাজার টাকা।

এই বিষয়ে আটক নুর হাসিমকে প্রধান ও জয়নালকে পলাতক আসামি করে মামলা দায়েরের করা হয়েছে। পরে নুর হাসিমকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়।

Print Friendly, PDF & Email