|

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

প্রকাশিতঃ ১২:৩৩ অপরাহ্ণ | সেপ্টেম্বর ৩০, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: কক্সবাজারের টেকনাফে ঘুমানো অবস্থায় বড় ভাইয়ের হাতে তার ছোট ভাই খুন হয়েছে। শনিবার গভীর রাতে টেকনাফ সদর ইউনিয়নের জাহালিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক নাজির হোসেনের ছেলে মো. ইসমাঈল (২৮)।

জানা যায়, জাহালিয়া পাড়ার মৃত নাজির হোসেনের ছেলে মোহাম্মদ ইসমাঈলকে (২৮) ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করে বড় ভাই ফরিদ আহমদ(৪৮)। গলা কেটে হত্যার পর হাত ও পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় খুনি।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ছোট ভাই মালয়েশিয়া প্রবাসী ও বড় ভাই ফরিদ আহমদ সৌদি প্রবাসী ছিলেন। হত্যার কারণ জানা না গেলেও জমি বেচা-বিক্রির ঘটনায় বাকবিতন্ডার ঘটনা ঘটেছিল বলে প্রতিবেশীরা জানিয়েছে। ৪-৫ বছর পর মালয়েশিয়া থেকে এসে ছোট ভাই ইসমাঈলের বিয়ের কথাবার্তা পাকা হয়েছিল বলেও জানা গেছে। অপরদিকে বড় ভাই ফরিদও প্রায় ২০/২৫ বছর যাবৎ সৌদি আরবে প্রবাস জীবনযাপন করেন।

সংবাদ পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করেছে। এই হত্যাকাণ্ডের মূল রহস্য খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সুত্র: বাংলাদেশপ্রতিদিন।

Print Friendly, PDF & Email