ভালুকায় অাল-কোরঅান ফাউন্ডেশন এর জেএসসি পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
প্রকাশিতঃ ১০:৫৪ পূর্বাহ্ণ | অক্টোবর ৩০, ২০১৮
স্টাফ রিপোর্টার, ভালুকার খবর: গত সোমবার ২৬/১০/২০১৮ সকাল ১১ঘটিকায় বহত্তর ময়মনসিংহের ঐতিহ্যবাহী মানবিক সংগঠন অাল-কোরঅান ফাউন্ডেশন ময়মনসিংহ এর পক্ষথেকে জেএসসি ও পিএসসি পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
ভালুকার পাড়াগাঁও বন্ধন মডেল স্কুল বার্ষিক বিদায় ও দোয়া অনুষ্ঠানের অায়োজন করে
উক্ত অনুষ্ঠানে স্কুলের পরিচালক- শাহজাহান মাস্টারের পরিচালনায় ও কমিটির সভাপতি জনাব,মুহাম্মদ নুরুজ্জামান সভাপতিত্বে বক্তব্য রাখেন
সমাজ সেবক ইব্রাহীম সরকার,কাচিনা সিনিয়র মাদরাসার প্রভাষক মাহবুব অালম,সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল করিম,স্কুলের প্রধান শিক্ষক জনাব,খলিলুর রহমান,জনাব,অালী অাকবর মাস্টার,বাদশা মেমোরিয়াল স্কুলের পরিচালক হাফেজ মন্জুর মাহমুদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃসাইফুল ইসলাম, অাল-কোরঅান ফাউন্ডেশন ময়মনসিংহ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিসবাহ হাবিবুল্লাহ জিহাদী, পাড়াগাঁও ছাত্র সংঘ এর সভাপতি মোহাম্মদ শাকিব খান,অভিবাবক সদস্য অামির হামজা,স্কুলের পরিচালক,সামসুল অালম তমিজ,অামিন মাস্টার এ সময় অারো উপস্থিত ছিলেন,সোহানুর রহমান সোহাগ মাস্টার, রাকিবুল হাসান রাকিব,আকলিমা অাক্তার,মনির হোসেন,ফয়সাল, নকিব প্রমুখ।এ সময় ৫০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।


