|

ভালুকা হেল্প লাইনের উদ্যোগে শীত বস্র বিতরণ

প্রকাশিতঃ ৭:৩৭ অপরাহ্ণ | ডিসেম্বর ১৬, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: “চেতনায় স্বাধীনতা, লক্ষে মানবতা” প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছাসেবী অনলাইন গ্রুপ “ভালুকা হেল্পলাইন” এর উদ্যোগে অসহায়দের মাঝে শীত বস্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার কাচিনা ইউনিয়নে মধু মার্কেট এলাকায় “ভালুকা হেল্পলাইন” এর আয়োজনে ও “সুপ্তি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ” এর সৌজন্যে ওই শীত বস্র বিতরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে ভালুকা হেল্পলাইনের উদ্যোগে উপজেলার বরাইদ গ্রামে শীত বস্র বিতরণ করা হয়েছে।

এসময় ভালুকা হেল্প লাইনের এডমিন ইমন তালুকদার সাগর, শাখাওয়াত হোসেন সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email