|

প্রজন্ম

প্রকাশিতঃ ৩:২৮ অপরাহ্ণ | জুলাই ০৬, ২০১৯

মো. কামরুজ্জামান তুহিন:

তোমার দেখানো পথ ধরে
হাঁটছিলাম অনেকটাই তোমার হাত ধরে
মেঘ জমা আকাশটাও দেখছিলাম
বর্ণিল, স্বপ্নময়, চচকচকে আলো জ্বলমলে,
কেবলই তোমায় পাশে পেয়ে।।

ভুলে গিয়েছিলাম আমার প্রজন্মের কথা
ঝাঁপসা চোখে অনেকটাই ম্রিয়মান এ জীবনে
ছন্দপতন ঘটিয়ে, হঠাৎ করেই যেন তোমার আগমন,
বেমালুম তোমার প্রজন্মকে তোয়াক্কা না করে।।

এ যেন অসম দুই প্রাণের সাহসী পথচলা
মনে নেয়া, মেনে নেয়া, ক্ষমা আর ত্যাগের মহীমায়
চারচোখে দু’জনার স্বপ্ন দেখা, আগামীর স্বপ্নবুনা, প্রজাপতির রঙিন ডানায় শংকা আর স্বপ্নে বিভোর,
ভালবাসায় ভর করে ভালবাসার এক পৃথিবী দেখা।।

সবই তো ঠিক ছিল, তবে এখন
পেছন ফিরে কেন আমাদের চলার কোন ছাপ দেখিনা,
কেন চার চোখে দেখা স্বপ্নের কোনটাই মনে পড়ে না,
শক্ত করে ধরা হাত ফসকে গেছে, খেয়াল নেই কেন,
অনেকটা পথ হেঁটে এসে, থমকে আছি হঠাৎ কখন !

তবে কি প্রজন্মের ব্যবধান, মানসিকতার তফাৎ
এলোমেলো থেমে যাওয়া জীবনের মূল কারণ !

হবে হয়ত ! তবু ভাল।
কৃতজ্ঞ আমি তোমার কাছে,
জীবনের এমন কিছু দিক চিনিয়েছো আমায়
বুঝিয়েছো, শিখিয়েছো প্রকৃত জীবন কী,
শুধরে দিয়েছো, নতুন পথ দেখিয়েছো।।

মনের অজান্তেই অনেকটা হেয়ালি করে হয়ত
হঠাৎ আমার জীবনে যেমন এসেছিলে, তেমনি
হঠাৎ করেই নিজেকে গুটিয়ে নিলে নিজেকে,
অথচ অনেকটা পথ হাতধরে আমার সাথেই
হেঁটেছিলে স্বাচ্ছ্যন্দে, হয়ত মজা করে।।

সমস্যা ছিল না, আক্ষেপও নেই, শুধু ভাবি,
যাবার বেলায় দেখিয়ে দিয়ে গেলে সুস্পষ্ট করে
ভাবনায় কি স্বপ্নে প্রজন্মের সাথে প্রজন্মের
কি বিশাল ব্যবধান, কতোটা যতন করে !

তবুও অনেক পেয়েছি, তবুও অনেকটা হারিয়েছি
প্রজন্মের কাছে প্রজন্মের হয়ত এ এক বড় শিক্ষা।।

প্রজন্মের এ শিক্ষা নিয়েই আমি বাঁচতে চেষ্ঠা করি।।

লেখক:

উপাধ্যক্ষ
ভালুকা সরকারি কলেজ

Print Friendly, PDF & Email