|

ময়মনসিংহে পাথরের বদলে ইটের খোয়া দিয়ে চলছে রেললাইন সংস্কার কাজ, সমালোচনার ঝড়

প্রকাশিতঃ ৭:৫৭ অপরাহ্ণ | আগস্ট ২৫, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ময়মনসিংহ রেলস্টেশনের কাছে রেললাইন সংস্কারে পাথরের বদলে ইটের খোয়া ও বালু ব্যবহার করা হচ্ছে। এমন ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও নির্বিকার রেল কর্তৃপক্ষ।স্থানীয়দের অভিযোগ, এতে রেললাইন আরো ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।নাগরিক নেতারা বলছেন, রেললাইন নির্মাণে পাথর ব্যবহার না করা হলে প্রতিবাদ কর্মসূচী দেয়া হবে।

ময়মনসিংহ রেলস্টেশনের আউটার সিগন্যাল থেকে কেওয়াটখালী লোকোশেড পর্যন্ত দুই কিলোমিটার রেললাইন সংস্কারে পাথরের বদলে ইটের খোয়া ও বালু ব্যবহার করা হচ্ছে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। কোনো রকম তদারকি ছাড়াই কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন।

পাথর ব্যবহার না করে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করায় রেললাইন আরো ঝুকিপূর্ণ হয়ে পড়বে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে নিম্নমানের ইটের খোয়া ও বালু ফেলে রেললাইন সংস্কার কাজ চলছে। রেলওয়ের কোনো লোককে কাজ তদারকি করতে দেখা যায় নি।

সুশাসনের জন্য নাগরিক- সুজনের মহানগর শাখার সাধারন আলী ইউসুফ জানান, রেললাইন সংস্কারের নামে এখানে সরকারি অর্থ অপচয় এবং পরিকল্পিত লুটপাট চলছে। এর সাথে জড়িতদের বিচার দাবী করেন তিনি।

ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমীন কালাম বলেন, রেললাইন নির্মাণে ইটের খোয়ার পরিবর্তে পাথর ব্যবহার করতে হবে। তা না হলে প্রতিবাদে কর্মসূচী দেয়া হবে। তথ্য নিয়ে লুকোচুরিতে মনে এখানে দুর্ণীতি আছে।

রেলওয়ে ময়মনসিংহের সহকারী নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান জানান, রেল চলাচল স্বাভাবিক রাখতে টেন্ডারের মাধ্যমে সাময়িকভাবে সংস্কার রেললাইন সংস্কার করা হচ্ছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকল্প ব্যয় সম্পর্কে কোন তথ্য জানাতে রাজি হননি তিনি।।

এদিকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়শা হক রেললাইন সংস্কার কাজ পরিদর্শনে যান। জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, এ বিষয়ে ব্যবস্থা নিতে রেলপথ মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।

Print Friendly, PDF & Email