ধলা স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিতঃ ৭:১৫ পূর্বাহ্ণ | এপ্রিল ২৯, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ধলা স্কুল অ্যান্ড কলেজে ১৩২ তম বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫ আয়োজন করা হয়েছে। দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের আজ প্রথম দিন বিদ্যাপীঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
প্রথম দিনের ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ শামীমুর রহমান শামীম। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আঃ ছাত্তার, আলহাজ্ব নুকুল হক সরকার, আঃ হাই এমদাদ , মোঃ রুহুল উদ্দিন এবং মোঃ মজিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধলা স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও পরিচালনা কমিটির আহ্বায়ক হাফেজ মাহমুদুল হাসান শামীম। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান মুখর হয়ে ওঠে।
দুই দিনব্যাপী আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতিক পরিবেশনায় শিক্ষার্থীরা অসাধারণ প্রতিভার প্রকাশ ঘটায়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।