|

ভালুকায় অস্ত্রের মুখে চেকে স্বাক্ষর, ব্যবসায়ীকে মামলায় ফাঁসানোর অভিযোগ

প্রকাশিতঃ ১২:২৬ অপরাহ্ণ | জুলাই ১৩, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের ভালুকায় অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক চেকে স্বাক্ষর নেওয়ার পর ভুয়া মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী মহলের বিরুদ্ধে। শুক্রবার (১১ জুলাই) বিকালে মেদিলা বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী ও জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. ওয়াছিকুল আজাদ এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ওয়াছিকুল আজাদ জানান , ২০২৩ সালের ৮ সেপ্টেম্বর পৌর এলাকার সানির মোড়ে আওয়ামী শ্রমিকলীগের এক সদস্য রিপন সরকারের সঙ্গে স্থানীয় জুট ব্যবসায়ী মাজহারুল ইসলামের আর্থিক লেনদেন হয়। তিনি ওই সময় মাজাহারুলের পক্ষে সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন।পরবর্তীতে ওই লেনদেন ঘিরে বিরোধ তৈরি হলে চলতি বছরের ২৫ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি ফেরার পথে রিপন সরকার ও তার সহযোগীরা ওয়াছিকুলকে মোটরসাইকেল থেকে নামিয়ে একটি ঘরে নিয়ে যায়। সেখানে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে শাহজালাল ইসলামী ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের দুটি চেকে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। একইসঙ্গে একটি খালি স্ট্যাম্পেও তার স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

ওয়াছিকুলের দাবি, পরবর্তীতে সেই চেক জাল করে ৩৯ লাখ ৬ হাজার টাকা ও ৩০ লাখ ৪০ হাজার টাকার ভুয়া আর্থিক দাবি দেখিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন রিপন সরকার ও তার ঘনিষ্ঠ আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি।

ভুক্তভোগী ওয়াছিকুল আজাদ বলেন, আমি এখন মানসিকভাবে ভেঙে পড়েছি। পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় আছি। আমি প্রশাসন ও গণমাধ্যমের কাছে সুষ্ঠু তদন্ত এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

Print Friendly, PDF & Email