তারেক রহমানকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে ভালুকায় বিএনপির বিক্ষোভ
প্রকাশিতঃ ১১:০৬ অপরাহ্ণ | জুলাই ১৬, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির উপজেলা কার্যালয়ে সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলম, পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, উপজেলা বি এনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহমেদ,মজিবুর রহমান মজু, আবুল কালাম আজাদ, সারোয়ার জাহান এমরান, রুহুল আমিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ, সাধারন সম্পাদক শাহ মোহাম্মদ সুজনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।