ভালুকায় আম গাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশিতঃ ১২:১০ অপরাহ্ণ | জুন ২৮, ২০২০

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ
ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের নিশিন্দা গ্রামের একটি আম গাছ থেকে ভোরে এক মানষিক প্রতিবন্ধি বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
তিনি ওই এলাকার মৃত ইন্নছ আলী শেখের ছেলে কেরামত আলী শেখ (৫৬)।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ আলম তরফদার জানান, ‘সে মানসিক রোগী ছিলো। ফজরের নামাজের আগে সে ঘর থেকে বাইরে আসে। পরে তার স্ত্রী বাড়ির পাশে হাটতে বের হলে একটি আম গাছের ডালে তাঁর স্বামীর ঝুলন্ত লাশ দেখে ডাক চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে আসে। পরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আম গাছ থেকে লাশ উদ্ধার করেন।’
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ‘নিহতের পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সুপারিশে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য লাশটি পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়।’