|

মমেক ছাত্রলীগ নেতার উদ্যোগে ভালুকায় বৃক্ষ রোপণ

প্রকাশিতঃ ৪:৫১ পূর্বাহ্ণ | জুলাই ২৭, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ “মুজিব বর্ষের অঙ্গীকার ৩ টি করে গাছ লাগান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভালুকা উপজেলার ৮নং ডাকাতিয়া ইউনিয়নে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল হাসানের উদ্যোগে ২য় বারের মত বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

রবিবার বিকালে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের হাজী আহসান উদ্দিন মডেল স্কুলে এবং রাস্তার দুই পাশে গাছের চারা রোপন করে কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ডাকাতিয়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বাবুল, ভালুকা উপজেলা যুবলীগ সদস্য সোহেল রানা, ডাকাতিয়া ইউনিয়ন ছাএলীগ সভাপতি মোঃ আল-আমীন মন্ডল, মাহমুদুল হাসান আকাশ, মাহমুদুল শাওন, মেহেদী ফিরুজ, রাসেল, শামীম প্রমুখ।

মমেক ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল হাসান বলেন, ‘কোভিড-১৯ এর কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজ বন্ধ থাকায় ভালুকার ডাকাতিয়া ইউনিয়নে এ কর্মসূচি পালন করা হয়ছে। এই কমর্সূচি ২য় ধাপে বৃক্ষরোপণ করা হয়েছে। প্রথম ধাপে ৪০ টি ও ২য় ধাপে আজ ৪০ টি ফলজ, বনজ গাছার চারা রোপণ করা হয়েছে।

তিনি আরও বলেন, আমি একদিন থাকবো না এই পৃথিবীতে, গাছটা স্মৃতি হয়ে বেঁচে থাকুক হাজার হাজার বছর।’

Print Friendly, PDF & Email