ভালুকায় সাংবাদিকদের সাথে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থীর মতবিনিময়
প্রকাশিতঃ ৪:৪৭ অপরাহ্ণ | নভেম্বর ১৯, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: আসন্ন ভালুকা পৌরসভা নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থী মো. আলমগীর হোসেন সোহেলের মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ভালুকা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
‘পাওয়া নয় দেয়ার মানসিকতায় পরিবর্তনের প্রত্যয়’ প্রতিপাদ্য কে সামনে রেখে ভালুকা পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সোহেল বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর ভিশন বাস্তবায়ন আমি মেয়র প্রার্থী হওয়ার ইচ্ছে পোষণ করেছি। দল থেকে মনোনয়ন পেয়ে মেয়র নির্বাচিত হতে পারলে ভালুকা পৌরসভাকে একটি ডিজিটাল পৌরসভা হিসেবে প্রতিষ্ঠা করবো। পৌরবাসীর বিনোদনের জন্য একটি পার্ক, একটি গোরস্থান, সুপীয় পানি সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থা, মাদক মুক্ত সমাজ ও বাল্য বিয়ে প্রতিরোধ কল্পে কাজ করবো।
এ উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আরিফুর রহমান অপু, মহসিন শেখ, ফয়সাল আহম্মেদ, নাদিম ফরহাদ জনি, জহিরুল ইসলাম খান, আবু নোমান প্রমুখ।