পরিচ্ছন্ন উপজেলা গড়তে কাজ করছে বিডি ক্লিন ভালুকা
প্রকাশিতঃ ২:৫৩ অপরাহ্ণ | নভেম্বর ২৮, ২০২০

সাখাওয়াত হোসেন সুমন, ভালুকা:২০২১ সালের মধ্যে পরিচ্ছন্ন বাংলাদেশ উপহার দেওয়ার প্রত্যয়ে সারা দেশের মতো ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায়ও কাজ করছে বিডি ক্লিন। পরিষ্কার–পরিচ্ছন্ন উপজেলা হিসেবে বাংলাদেশের বুকে ভালুকাকে তুলে ধরতে কার্যক্রম পরিচালনা করেছে বিডি ক্লিন-ভালুকা।
‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে; এই স্লোগানে গত বছরের ২৩ আগষ্ট উদ্বোধন হয় বিডি ক্লিন ভালুকা টিমের। উদ্বোধনের পর থেকে পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ করছে বিডি ক্লিন ভালুকা টিমের স্বপ্নবাজ তারুণ্য।
বিডি ক্লিন ভালুকা সপ্তাহের নির্দিষ্ট একটা দিনে শহরের কোনো একটি স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি স্থানীয়দের মধ্যে পৌঁছে দেন পরিচ্ছন্নতা বার্তা।
শুধু স্বশরীরে পরিস্কার পরিচ্ছন্নতাই নয়; সচেতনতা বাড়াতে অনলাইন ও অফলাইনে অর্ধশত স্বেচ্ছাসেবী চালাচ্ছেন প্রচারণা। নিয়মিত ৭০ জনে অধিক স্বেচ্ছাসেবী কাজ করছেন এ উপজেলায়।
বিডি ক্লিন ভালুকা উপজেলার টিমের সমন্বয়ক স্থানীয় সাংবাদিক মো. আসাদুজ্জামান সুমন জানালেন তাদের চ্যালেঞ্জের কথা। বললেন, শিল্পাঞ্চল এলাকা হওয়ায় দ্রুত শহরের হাওয়া লেগেছে। উন্নতির সাথে দুষনের পরিমাণও বাড়ছে। এসব ভেবেই আমাদের যাত্রা শুরু। বিডি ক্লিন ভালুকার স্বপ্ন পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত ভালুকা গড়ে তোলা, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত।
তিনি মনে করেন, দেশপ্রেমের প্রকৃত উদাহরণ এটি। একদম পরিচ্ছন্নতা কর্মীদের মতো শুধু দেশপ্রেম থেকেই কাজ করছে শত যুবক-যুবতী।
সুমন আরও বলেন, আমার স্বপ্ন বাংলাদেশের প্রথম পরিচ্ছন্ন উপজেলা হবে ভালুকা।আমরা সকলকে পাশে চাই আমাদের স্বপ্ন পূরণে।
আসাদুজ্জামান সুমনের সমন্বয়ে ভালুকা টিমে আরও নেতৃত্ব দিচ্ছেন হাবিব জিহাদী(উপ-সমন্বয়ক), তানজিনা নীল(উপজেলা সহ-সমন্বয়ক), মো. আমিরুল ইসলাম (সমন্বয়ক লজিস্টিকস) ও সাখাওয়াত হোসেন সুমন সমন্বয়ক (আইটি এন্ড মিডিয়া)।
বিডি ক্লিন ভালুকা টিমের কাজকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকসহ জনপ্রতিনিধিরা। তারাও নিয়মিত অংশ নিচ্ছেন তাদের সাথে পরিচ্ছন্নতা কাজে।
ভালুকা সরকারী কলেজের উপাধ্যক্ষ কামরুজ্জামান তুহিন বলেন, ‘আমরা ছাত্রজীবনে বিডি ক্লিনের মতো এ কাজটি করতাম। তখন আমাদেরকে কেউ কেউ কটো কথাও বলেছে। আমরা পিছু হটিনি। ভালুকায় এখন একদল তরুণ এ কাজটি করছে। আমি তাদের এ মহৎ কাজের প্রতি শ্রদ্ধা জানাই। এ আন্দোলনে আমাদের সবাইকে যুক্ত হতে হবে।
তবে ভালুকা টিমের সদস্যরা মনে করেন, সকলের সহযোগীতা পেলে ২০২১ সালেই ভালুকাকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে ঘোষণা করা যাবে। এ জন্য তারা স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগীতা প্রত্যাশী।