ভালুকায় কলেজ শাখা ছাত্রদলের আনন্দ মিছিল
প্রকাশিতঃ ১০:০৭ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ দীর্ঘ ১৮ বছর পর ভালুকা পৌর ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল বের করেছে পৌর ছাত্রদলের নেতা কর্মীরা।
বৃহস্পতিবার সকালে ভালুকা সরকারী কলেজ শাখার আহবায়ক এস এম আলীরাজ ও সদস্য সচিব মাহিদ আল হাসান মৃদুলের নেতৃত্বে ভালুকা বাসটেন্ডে একটি মিছিল বের হয়।এ সময় পুলিশ বাঁধা সৃষ্টি করেন বলে অভিযোগ করেন তারা।
ভালুকা সরকারী কলেজ শাখার সদস্য সচিব মাহিদ আল হাসান মৃদুল জানান, ‘দীর্ঘ সময় কমিটি গ্যাপে অনেক মেধাবী ছাত্র নেতারা হারিয়ে গেছে। ১৮ বছর পরে হলের প্রাণের সংগঠনের কমিটি গঠনে আমরা আনন্দিত। সিনিয়র নেতাদের সহযোগীতায় আমরা খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে কাজ করবো। আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচী পন্ড করার জন্য গত রাত থেকে ভালুকা পাইলট হাইস্কুল রোডস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে পুলিশ ঘেরাও করে রাখে। এ ছাড়া আমাদের আনন্দ মিছিলটি বাঁধাগ্রস্ত করার জন্য ছাত্রলীগ শহরে অবস্থান ও মিছিল করে। সকল বাধা উপেক্ষা করে ভালুকা অন্যতম প্রধান বিদ্যাপিঠ ভালুকা সরকারী কলেজ ছাত্রদলের কর্মীরা আনন্দ মিছিল উদযাপন করে।’