প্রিয় জন্মভূমি বাংলাদেশ
প্রকাশিতঃ ১:০২ পূর্বাহ্ণ | মে ২৮, ২০১৮

প্রভাষক আনোয়ার হোসেন তরফদার:
সুজলা সুফলা শস্যশ্যামলা আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ অনেক সাধনা অনেক প্রার্থনার বিনিময়ে পেয়েছি এদেশ, বাংলাদেশ বাংলাদেশ বুকে আশা মনে সাহস রক্ত গেছে মা ভাই বোনের শরির থেকে তার বিনিময়ে এ দেশ বাংলাদেশ বাংলাদেশ আগের সেই খুনি রাষ্ট্র পাকিস্তান তাকে তারিয়ে আমরা করেছি স্বাধীনতার স্হান। মোরা স্বাধীন বাংলাদেশি নাই কোন হিংসা থাকি মিলে মিশে। কে মুসলিম কে হিন্দু কে বোদ্ধ কেবা খ্রিস্টান। নাই কোন ভেদাভেদ সকলে সমান। আমি বাঙালির ছেলে তাই গাই বাংলার গান বাংলা আমার মায়ের ভাষা পৃথিবীর সব মানুষ দিয়েছে তাই সম্মান।
লেখক: প্রকাশক, ভালুকার খবর ও প্রভাষক, ভালুকা-ত্রিশাল মৈত্রী ডিগ্রী কলেজ।