|

প্রথম সুরের মধুর সারগাম

প্রকাশিতঃ ৪:৫৩ পূর্বাহ্ণ | জুলাই ১৯, ২০১৮

 ডাঃ এইচ এ তারা গুলন্দাজ:

এতকাল পর আমি বুঝতে পারছি তোমার চোখের জলটুকুই খাঁটি ছিল
পাশাপাশি ছিল অভিমানী চোখের কিছু করুণ মিনতি আর অভিনয়ের আস্তরে ঢাকা কষ্টের দেয়াল।

নির্লিপ্ত অলীক বাসনাহীন জীবনের পরতে পরতে মরুবুকে ফোটাতে পারিনি গোলাপ কিংবা রজনীগন্ধা,
পাইনি খুঁজে স্বচ্ছজলের নির্মল সরোবর যেখানে চাষ করে ফুটাব আমার কাঙ্ক্ষিত নীলপদ্ম ।
তুমি কি ফোটাতে পেরেছো কোন সুগন্ধি ফুল ?
বাসন্তী দিনে কোকিলের পাগল করা সুর বেজেছে কি কখনো তোমার তানপুরার তারে ?
তাও জানা নেই আমার।
তুমি হয়তো এখনো পথ চলছো ডাক হরকরার হ্যারিকেনের আলো ফেলে,
পথ চলো নির্জীব নিস্তরঙ্গ জীবনের গান গেয়ে ভালোবাসার সোপান ডুবিয়ে জলে।
ফলাচ্ছো সোনালী ফসল পুড়া মাটির কর্কশ ক্ষেতে!
এটাই জীবন!

হয়তো ভুলে গেছো সেই নির্মল প্রাণবন্ত সকালের সাইকেলের টুংটাং
পরিশ্রান্ত ক্লান্ত দুপুরের ঘামে ভেজা ক্রুদ্ধ পথে সোনালী পাখির আনাগোনা
বিমর্ষ সন্ধ্যা ঘুমহীন রাতে নক্ষত্রের বুক চিড়ে বেরিয়ে আসা অফুরন্ত স্বপ্নের কথা।
এখন সে পথের সব বদলে গেছে জীবনের প্রয়োজনে মানুষ সব ভুলে গেছে জীবিকার সংগ্রামী সন্ধানে
আমি সব ভুলে গেলেও শুধু ভুলতে পারিনা আঁকাবাঁকা রেললাইন শানবাঁধানো পুকুর ঘাট বটের শীতল ছায়ায় অপেক্ষার প্রহর
জীবনের প্রথম সঙ্গীতের সুর মধুর সারগাম।

লেখক: সাধারণ সম্পাদক, বাংলাদেশ মেডিকেল এ্সোসিয়েশন (বিএমএ), ময়মনসিংহ।

Print Friendly, PDF & Email