|

ভালুকায় ভাষা সৈনিক মোস্তফা এম. এ মতিনের ১৭তম মৃত্যুবার্ষিকী পালন

প্রকাশিতঃ ৮:৫৭ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় ভাষা সৈনিক, সাবেক এমপি, মুক্তিযোদ্ধের সংগঠক ও ভালুকা সরকারি কলেজের প্রতিষ্ঠাতা এডভোকেট মোস্তফা এম.এ মতিনের ১৭তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার সকালে ভালুকা সরকারী কলেজের আয়োজনে কলেজ হলরুমে মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া পালন করা হয়েছে।

সভায় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান তুহিনের সভাপতিত্বে ও প্রফেসার সারোয়ার আলম এবং প্রভাষক জাহিদুল ইসলাম সুবিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আলহাজ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের (ময়মনসিংহ) সাংসদ মনিরা সুলতানা মনি, সহকারী এটর্নি জেনারেল শাহ মো. আশরাফুল হক জর্জ, ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু।

এসময় অন্যান্নদের মাঝে আরও বক্তব্য রাখেন, এডভোকেট শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন, আ.লীগ নেতা আব্দুল ওয়াদুদ মিয়া প্রমুখ।

Print Friendly, PDF & Email