সাংবাদিক মনোনেশ দাস গুগল সার্চ ইঞ্জিনে
প্রকাশিতঃ ৯:১১ অপরাহ্ণ | মার্চ ১৫, ২০২২

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ সাংবাদিক মনোনেশ দাস গুগল সার্চ ইঞ্জিনে নিজের স্থান করে নিয়েছেন । তিনি চারণ সাংবাদিক ও নাগরিক সাংবাদিক হিসাবে পরিচিতি পেয়েছেন ।
গুগল সার্চ ইঞ্জিনের শিরোনামে মনোনেশ দাস নিয়ে লেখা হয়েছে দুটি পাতায় ।
ময়মনসিংহে মফস্বল সাংবাদিক হিসেবে যাদের নাম সামনে আসে তাদের মধ্যে একজন মনোনেশ দাস। সাংবাদিক হওয়ার জন্য তাকে কেউ অনুপ্রাণিত করেনি। তিনি মফস্বলে সাংবাদিকতাকে একটি জীবনব্যাপী শিক্ষা মনে করেন। চারণ সাংবাদিক আখ্যা দিয়ে সম্প্রতি সংবাদপত্রে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে লেখালেখি হচ্ছে। তোলা হয়েছে গুগলের পাতায় ।
আবার এর আগে সাংবাদিক মনোনেশ দাস নিয়ে লিখেছে মনোনেশ দাস একজন চারণ সাংবাদিক ।
জন্ম ২৩ মার্চ ১৯৭৫ । পেশা সাংবাদিকতা। বাসস্থান, মেইন রোড ঈশ্বরগ্রাম । গুগল সার্স ইঞ্জিনের পাতায় স্থান অর্জন করেছেন মনোনেশ দাস । সাংবাদিক মনোনেশ দাস একটি গ্লাস নিয়ে নাগরিক সাংবাদিক ব্লগ বিডি টুয়েন্টিফোর ডটকমে অর্থনীতি বাণিজ্য পাতায় একটি প্রতিবেদন লিখেন । সরকারী দল প্রধান বিরোধী দল প্রধানের ডিমান্ড কম – বেশি, সুবিধা অসুবিধা প্রকৃত রাজনৈতিক চিত্র মানুষের ভেতরের কথা তুলে আনার চেষ্টা করেন । যেখানে মানুষের ভেতরের কথাগুলো তুলে আনেন ।
মনোনেশ দাস খারমান উদ্ভিদ , অজানা এক উদ্ভিদের সন্ধান , শিকারি পাখি মাছরাঙা , গোয়াল ঘরে মা , গোয়াল ঘরে ফেলে রাখা সেই মায়ের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী , ভারতে যে বাড়িতে জন্মেছিলেন এরশাদ ছাড়াও অসংখ্য সংবাদ, প্রতিবেদন তথা লেখা পাঠকের দৃষ্টি টানে ।মফস্বলের সাংবাদিক হিসাবে তিনি একজন অনুকরণীয় অনুসরণীয় সাংবাদিক পথিকৃৎ মনোনেশ দাস চারণ ও নাগরিক সাংবাদিক ।