|

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হবিরবাড়িতে গণসমাবেশ

প্রকাশিতঃ ৪:০৩ অপরাহ্ণ | নভেম্বর ০৯, ২০২৫

আনোয়ার হোসেন তরফদার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সোনার বাংলা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে গণসমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

এসময় তিনি কারো কথা না শুনে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান। সকল ভেদাভেদ ভুলে ধানের শীষে ভোট চাওয়ার কথাও বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিরবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আলাউদ্দিন মৃধা এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম বাসান খান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, জাসাস কেন্দ্রীয় নেত্রী ফারহানা চৌধুরী বেবি, ভালুকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ক্বারী, সাবেক সিনিয়র সহ-সভাপতি আনোয়ার উদ্দিন আহমেদ, ভালুকা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ খান রুবেল ও যুগ্ম আহবায়ক গোলজার হোসেন প্রমুখ।

গণসমাবেশে ভালুকা উপজেলা, পৌর এবং হবিরবাড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email