সব পরিশ্রমের অর্থ উপার্জনই হালাল নয়
প্রকাশিতঃ ১:৩৫ পূর্বাহ্ণ | এপ্রিল ১৪, ২০১৮

প্রভাষক আনোয়ার হোসেন তরফদার :
পৃথিবীতে কিছু মানুষ আছে যারা সব সময় মনে করেন যে সব অর্থই হালাল আসলে তাহা ঠিক নয়, শরিয়ত যাকে অনুমতি দেয়না তা হালাল নয়, যেমন অনেকে সুদকে জীবনোপকরণ হিসেবে গ্রহন করছে।যদি তাদের বলা হয় যে, এটাতো নাজায়েয হারাম, এভাবে উপার্জন করা ঠিক নয়। সে সকল লোকেরা বলে আমরা তো কষ্ট করেই খাচ্ছি, শ্রম দিচ্ছি, সময় ব্যয় করছি তারপরও যদি হারাম ও নাজায়েয হয় তাহলে করার কিছুই নেই। ভাল ভাবে উপলব্দি করে নিন সব ধরনের পরিশ্রম আল্লাহর কাছে জায়েয নয়।আল্লাহর প্রদর্শিত নিয়মঅনুসারে হলে সেই পরিশ্রম জায়েয হবে।যদি আল্লাহর তরিকা ছাড়া মানুষ হাজারো পরিশ্রম করে, এর মাধ্যমে পয়সা উপার্জন করে তা হালাল হবেনা , হবে হারাম। নর্তকী যদি বলে আমি পরিশ্রম করে উপার্জন করি তাই আমার এ উপার্জন হালাল হওয়া উচিত। তারা উপার্জনের হারাম মাধ্যমগুলোকে এ কথা বলে হালাল করার চেষ্টা করে । তারা এটাকে সমাজের চোখে জায়েয করার জন্য বলে বেড়ায় যে, আমরা তো পরিশ্রম করে উপার্জন করছি । কোন অবৈধ কর্মের বৈধতা দানের সুযোগ শরীয়তে নেই। সঠিক ও শরিয়া মোতাবেক উপার্জনের মাধ্যম উপায়গুলো বৈধ হতে হবে।
সুতরাং, আমাদের উচিৎ হালাল গ্রহন করা হারামকে বর্জন করা।
লেখক
প্রকাশক: ভালুকার খবর ও প্রভাষক, ভালুকা-ত্রিশাল মৈত্রী ডিগ্রী কলেজ।