বৈধ পদ্ধতিতে সম্পদ বৃদ্ধির চেষ্টা করাই উত্তম
প্রকাশিতঃ ৯:৫২ অপরাহ্ণ | এপ্রিল ৩০, ২০১৮

প্রভাষক আনোয়ার হোসেন তরফদার: আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টি করেছেন শুধু মাএ তার এবাদত বন্দেগী করার জন্য, সত্য কথা কিন্তুু এই দুনিয়াতে বেচে থাকতে হলে মানুষের প্রয়োজন অর্থের তবে সেই অর্থটা হতে হবে বৈদ পথে, মনে রাখতে হবে যে, আল্লাহ তায়ালার দরবারে অল্পেতুষ্টির দুআ করবে কিন্তুু জায়েয এবং হালাল উপায়ে এ সম্পদ আরো বৃদ্ধির চেষ্টা করা অল্পেতুষ্টির পরিপন্থী নয়। এই কথার সত্যতা হলো স্বয়ং আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাঃ ব্যবসার প্রতি উদ্বুদ্ধ করেছেন। বৈধ উপায়ে সম্পদ বাড়ানো যদি অল্পেতুষ্টির পরিপন্থী হত তাহলে তিনি ব্যবসারর জন্য উৎসাহ দিতেন না। সুতরাং বলা যায় বৈধ পথে সম্পদ বাড়ানোর অনুমতি রয়েছে, তবে তবে একথা ভেবে চিন্তা করে এ কাজ করতে হবে যে, জায়েয এবং বৈধ পন্থায় আল্লাহ তায়ালা যতটুকু দান করবেন, তাই নেয়ামত। সে জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শোকর আদায় করে তা ব্যবহার করব এবং নাজায়েয পন্থায় সম্পদ অর্জনের ফিকির কখনোই অন্তরে সৃষ্টি হতে দেবনা সম্পদের ভালবাসাকে অন্তরে প্রবল হতে দেব না। আল্লাহ তায়ালা দয়া করে এসব কথার উপর আমল করার তাওফীক দান করুক। আমীন
লেখক
প্রকাশক: ভালুকার খবর ও প্রভাষক, ভালুকা-ত্রিশাল মৈত্রী ডিগ্রী কলেজ।