|

নয়া ওসির আগমনে যারা অভিনন্দন জানাচ্ছে এরাই থানায় দালালি করতো

প্রকাশিতঃ ৩:৫৯ অপরাহ্ণ | মে ০৪, ২০১৮

ইফতেখার আহাম্মেদ সুজন:

ভালুকা মডেল থানার বড় কর্তার আগমনে যারা অভিনন্দন জানাছে মনে রাখতে হবে এরাই আগেও থানায় দালালি করতো আবার করার জন্য রাস্তা পরিষ্কার করছে! দালালি করবি বা করতি ভাল কথা কিন্তু নিজেকে নেতা দাবী করে কেন?

লেখক: ছাত্রলীগ নেতা

(লেখকের ফেইসবুক থেকে নেওয়া)

Print Friendly, PDF & Email